রোববার (৫ জানুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে ঢাকা থেকে বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
বসন্তপুর স্টেশন বাজার লেভেল ক্রসিংয়ের গেট কিপার মাসুম খান জানান, ধারণা করা হচ্ছে ওই নারী রাস্তায় ঘুরে বেড়ানো পাগল। রাতে রেললাইন দিয়ে হাঁটার সময় দ্রুতগতির ট্রেনে কাটা পড়ার পর ছিটকে রেললাইনের পাশে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: রাজবাড়ীতে তানভীর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
স্থানীয় হোমিও চিকিৎসক জিয়াউর রহমান বাটলার জানান, ভোরে তিনি ফজরের নামাজ শেষ করে বসন্তপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে হাঁটতে আসেন। এসময় প্ল্যাটফর্মের সামনে রেললাইনের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন। আনুমানিক ৬০ বছর বয়সি নারীর মাথায় ও পেটে ট্রেনে কাটার চিহ্ন রয়েছে।
রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, ‘ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যুর খবর আমি এখনও পাইনি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব।’
]]>