রাজবাড়ী জেলা কৃষক লীগের আহ্বায়ক গ্রেফতার

১ দিন আগে
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রাজবাড়ী জেলা কৃষক লীগের আহ্বায়ক আবু বক্কার খানকে (৪৮) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৫ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে সদর উপজেলার বরাট ইউনিয়নের নবগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।


পুলিশ জানায়, গত ১০ নভেম্বর দিবাগত রাতে বা‌নীবহ ইউনিয়নের রথখোলা গ্রামে পাকা রাস্তার ওপর বর্তমান সরকারকে উৎখাত, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, দেশে অস্থিরতা সৃষ্টি, জন‌ নিরাপত্তা বিপন্ন ক‌রা ও ত্রাস সৃষ্টি করে জনমনে আতঙ্ক তৈরির লক্ষ্যে ব্যানার ও মশাল নিয়ে নাশকতা করার পরিকল্পনা ও প্রস্তুতি নিচ্ছিল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগসহ আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠনে‌র নেতাকর্মীরা। ওইসময় সেখানে অভিযান চালিয়ে চারজনকে আটক করে পুলিশ।


আরও পড়ুন: গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে চার মামলায় আসামি ৯১০


পরে সদর থানায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করা হয়। ওই মামলায় শনিবার বিকেল পৌনে ৪টার দিকে আবু বক্কার খানকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।


গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম বলেন, ‘সদর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামি হিসেবে কৃষক লীগ নেতা আবু বক্কার খানকে গ্রেফতারের পর থানায় হস্তান্তর করা হয়েছে। রোববার (১৬ নভেম্বর) সদর থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন