রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে স্বাধীন পুলিশ কমিশন গঠনের আহ্বান আইজিপির

২ সপ্তাহ আগে
রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ ও জবাবদিহি নিশ্চিতে স্বাধীন পুলিশ কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম।

বুধবার (২৫ জুন) সকালে ‘পুলিশ আধুনিকীকরণ ও পেশাদারিত্ব’ শীর্ষক আলোচনায় এ আহ্বান জানান তিনি। 

 

পুলিশ প্রধান বলেন, ‘অন্তর্বর্তী সরকার আন্তরিক অভিপ্রায়ে সংস্কার কমিশন গঠন করেছে। কমিশন একটি প্রস্তাবও জমা দিয়েছে। দুর্ভাগ্যবশত, সেখানে গভর্নেন্সের মূল বিষয়টিকে অবহেলা করেছে—যার মাধ্যমে পুলিশকে রাজনৈতিক হস্তক্ষেপ ও অযৌক্তিক প্রক্রিয়ার বাইরে রাখা উচিত।’

 

তিনি আরও বলেন, ‘ব্যক্তিগতভাবে বলতে গেলে, প্রভাবশালী মহল থেকে আমার কাছে প্রায়ই নানা অনুরোধ আসে। দুর্ভাগ্যজনকভাবে এটা থেকে বোঝা যায় যে, কীভাবে শাসনব্যবস্থার মূলে অবনতি হচ্ছে।’

 

আরও পড়ুন: পুলিশ সদস্যদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির

 

ছাত্রদের নেতৃত্বাধীন সাম্প্রতিক গণঅভ্যুত্থানের পর দেশজুড়ে নাগরিক সচেতনতার একটি শক্তিশালী ঢেউ উঠেছে বলেও মন্তব্য করেন আইজিপি।

 

পুলিশের প্রশিক্ষণ ও অভিযানে মানবাধিকার রক্ষার গুরুত্বও দেন বাহারুল আলম।

]]>
সম্পূর্ণ পড়ুন