রাজনৈতিক দলের মতামত ছাড়া আরপিও সংশোধন অগ্রহণযোগ্য: সাইফুল হক

১২ ঘন্টা আগে
রাজনৈতিক দলগুলোর মতামত ছাড়া গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করা অগ্রহণযোগ্য বলে মনে করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

মঙ্গলবার (৪ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের বৈঠক শেষে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

 

সাইফুল হক বলেন, নির্বাচন কমিশন (ইসি) জানে না বাংলাদেশে রাজনৈতিক দল কারা। জানলে আরপিও সংশোধনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতো।

 

‘ইসির প্রধান স্টেক হোল্ডার রাজনৈতিক দল। তাদের মতামত ছাড়া আরপিও সংশোধন অগ্রহণযোগ্য’, যোগ করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক।

 

আরও পড়ুন: জনগণের ম্যান্ডেট ছাড়া সংবিধান সংশোধনের সুযোগ নাই: সাইফুল হক

 

তিনি বলেন, জামানত ২৫ হাজার থেকে ৫০ হাজার করা হয়েছে, যা ঠিক হয়নি। জোট করলেও নিজ দলের প্রতীক, প্রার্থীর জামানতের টাকা দ্বিগুন বৃদ্ধিসহ বেশ কয়েকটি বিষয়ে আরপিও সংশোধনের সঙ্গে দ্বিমত পোষণ করে কমিশনের সক্ষমতা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।

 

তিনি আরও বলেন, নির্বাচনী ব্যয়সীমাও দেশের বাস্তবতার বিপরীত। নির্বাচনে অবৈধ অর্থ ও মাফিয়া বন্ধ করতে না পারলে আগামী সংসদ কালো টাকার মালিকদের ক্লাবে পরিণত হবে।

 

আরও পড়ুন: ঐকমত্য কমিশন বিশ্বাস ভঙ্গ করেছে: সাইফুল হক

 

সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নিজেদের মর্যাদা পুনরুদ্ধার করা ইসির এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক।

]]>
সম্পূর্ণ পড়ুন