শনিবার (২৩ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা পৌর পাঠাগার মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
সেলিম প্রধান বলেন, `বর্তমানে দেশে রাজনীতির নামে এক ধরনের অভিনয় চলছে এবং একটি মহল চব্বিশের গণঅভ্যুত্থানের বিজয়কে পর্যন্ত অস্বীকার করছে। অধিকাংশ রাজনীতিবিদরা জনগণের কথা না ভেবে শুধুমাত্র নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। তবে সন্ত্রাস, চাঁদাবাজি যাই হোক না কেন বাংলাদেশ ভবিষ্যতে আর কখনও পূর্বের অবস্থায় ফিরে যাবে না।’
দেশের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে দেশবিরোধী বিশ্বাসঘাতকদের চিহ্নিত করা প্রয়োজন বলেও মন্তব্য করেন বাংলাদেশ রিপাবলিক পার্টির প্রধান উপদেষ্টা সেলিম প্রধান।
আরও পড়ুন: রাজনীতিতে ফিরবেন সেই সেলিম প্রধান
একাডেমিক শিক্ষা প্রতিষ্ঠান ‘প্যারাগন’ এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে গত এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত প্রায় দেড় হাজার কৃতি শিক্ষার্থীকে সম্মাননা দেয়া হয়।
একই সঙ্গে ব্যক্তিগতভাবে প্রত্যেক কৃতি শিক্ষার্থীকে একটি করে ল্যাপটপ উপহার দেন রিপাবলিক পার্টির প্রধান উপদেষ্টা সেলিম প্রধান। এছাড়া প্রতি বছর নারায়ণগঞ্জের কমপক্ষে দশজন কৃতি শিক্ষার্থীকে নিজ অর্থায়নে দক্ষিণ কোরিয়ায় পাঠিয়ে উচ্চ শিক্ষা অর্জনের ব্যবস্থা করার আশ্বাসও দেন তিনি।