রাজধানীর কয়েক এলাকায় তীব্র গ্যাস সংকট

৬ দিন আগে
রাজধানীর কয়েকটি এলাকায় তীব্র গ্যাস সংকট দেখ দিয়েছে। ফলে বেশ ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। অনেকে মাটির চুলায় রান্না করতে বাধ্য হচ্ছেন।

মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (৪ জানুয়ারি) পর্যন্ত গ্যাসের স্বল্প চাপ থাকার কথা থাকলেও সেটি এখনও স্বাভাবিক হয়নি। রোববার (৫ জানুয়ারি) রাজধানীর গ্রিনরোড, মহাখালী, আদাবর, মৌচাক, নাজিরাবাজার, নয়াবাজার, ধলপুর, কাঁঠালবাগান, মগবাজার, কল্যাণপুর ও মিরপুরের বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট রয়েছে।

 

গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, বুধবার (১ জানুয়ারি) সকাল ৯টা থেকে শনিবার (৪ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মহেশখালীস্থ এক্সিলারেট‌ এনার্জি পরিচালিত এলএনজি ফ্লোটিং স্টোরেজ রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) থেকে মোট ৭২ ঘণ্টা আরএলএনজি সরবরাহ বন্ধ থাকবে।

 

আরও পড়ুন: নারায়ণগঞ্জে ৪ কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

 

এ সময়কালে অপর এফএসআরইউ (মহেশখালী ভাসমান এলএনজি) দিয়ে দৈনিক প্রায় ৫৭০-৫৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে। এর ফলে বিদ্যুৎ খাতে দৈনিক প্রায় ১৫০-১৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হ্রাস পাবে।

 


এছাড়াও অন্যান্য খাতে প্রায় দৈনিক প্রায় ৫০-৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ার কারণে দেশের কোনো কোনো এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে বলেও জানিয়েছিল পেট্রোবাংলা।

 

তবে রোববার রাজধানীর কয়েকটি এলাকায় সরেজমিনে দেখা যায়, বাধ্য হয়ে ইট পাথরের দালানে মাটির চুলায় রান্না করতে হচ্ছে অনেককে। কেউ আবার নিয়েছেন সিলিন্ডার গ্যাস।

 

আরও পড়ুন: জুনেই পাইপলাইনে গ্যাস পাবে খুলনাবাসী

 

ভুক্তভোগীরা বলছেন, সারাদিন পর মধ্যরাতে গ্যাসের দেখা মেলে, তাতে পানিও গরম হয় না অনেকের। এ সমস্যার স্থায়ী সমাধান চান তারা।

]]>
সম্পূর্ণ পড়ুন