সোমবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে খবর পেয়ে ‘হোটেল আনোয়ারা’র পাঁচতলার একটি কক্ষ থেকে ওই শিশুর মরদেহটি উদ্ধার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসান বশির ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, হোটেলের রুমটির দরজা বাইরে থেকে তালা লাগানো ছিল। আর রুমের ভেতর বিছানার ওপর পড়া ছিল লাশ।
আরও পড়ুন: বাড়ির পাশে পড়ে ছিল বস্তা, খুলতেই বেরিয়ে এলো নাবার মরদেহ
তিনি জানান, দুই দিন আগে একজনের সাথে ওই হোটেলে উঠেছিল শিশুটি। তার পায়ুপথে জখম রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। সিআইডির ক্রাইম সিন ইউনিট বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। এছাড়া সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।