শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ছয় ঘণ্টায় রাজধানীতে ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এই সময়ে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে টাঙ্গাইলে ৫৭ মিলিমিটার। গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির।
বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় যানবাহনের ধীরগতি এবং কোথাও কোথাও যানবাহন বিকল হয়ে পড়ে থাকতে দেখা গেছে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। এছাড়া হঠাৎ বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন ছাতা ছাড়া বের হওয়া মানুষজন।
লঘুচাপের প্রভাবে এই বৃষ্টি জানিয়ে তরিফুল নেওয়াজ কবির বলেন, কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী, রাজশাহী, পাবনা, দিনাজপুর, কুষ্টিয়া, ময়মনসিংহ, নেত্রকোণা, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ ও খুলনা জেলায় বৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে ঝুম বৃষ্টি, নেমে এলো অন্ধকার
এদিকে সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ বিহার ও এর কাছাকছি এলাকায় অবস্থান করা সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের পশ্চিমাংশ জুড়ে অবস্থান করছে। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি এলাকায় আরও একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া সংক্রান্ত আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
]]>
২ সপ্তাহ আগে
৫







Bengali (BD) ·
English (US) ·