রাজধানীতে ১০৫ ভরি স্বর্ণ ও ৩২ লাখ টাকা ডাকাতি, গ্রেফতার ৪

৩ সপ্তাহ আগে
রাজধানীর মিরপুরের দারুস সালাম থানা এলাকায় এক ব্যবসায়ীর বাসা থেকে চাঞ্চল্যকর ১০৫ ভরি স্বর্ণ ও ৩২ লক্ষাধিক টাকা ডাকাতির ঘটনায় মূল হোতাসহ মোট চারজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গ্রেফতার ব্যক্তিরা হলেন: ডাকাতির মূল হোতা ও পরিকল্পনাকারী মো. বিল্লাল হোসেন, এবং তার তিন সহযোগী মো. হোসেন সোহান, বকুল বিবি ও কুলসুম বিবি।


বৃহস্পতিবার (৩০ অক্টোবর) র‍্যাব-৪ ও র‍্যাব-৮-এর যৌথ অভিযানে ঢাকার সদরঘাট এলাকা এবং ভোলার সদর থানাধীন উত্তর ভেদুরিয়া ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়।


শুক্রবার (৩১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, র‍্যাব-৪-এর একটি আভিযানিক দল ঢাকার সদরঘাট থেকে মূল হোতা মো. বিল্লাল হোসেনকে গ্রেফতার করে। তার দেয়া গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে র‍্যাব-৪ এবং র‍্যাব-৮-এর যৌথ দল ভোলা সদর থানাধীন উত্তর ভেদুরিয়ায় অভিযান চালিয়ে বাকি তিন অভিযুক্তকে গ্রেফতার করে।
 

আরও পড়ুন: একলাফে স্বর্ণের ভরিতে বাড়ল ৮৯০০ টাকা, দাম কত?


গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন ছাড়াও ডাকাতি হওয়া মালামালের অংশবিশেষ উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে: ১ ভরি ১০ আনা ১ রতি স্বর্ণ, সিটি গোল্ড ৮ ভরি ২ আনা ৪ রতি এবং নগদ ৮০ হাজার টাকা।


মামলার এজাহার সূত্রে জানা যায়, সম্প্রতি দারুস সালাম থানা এলাকার ব্যবসায়ী মো. উল্লাহর বাসায় এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা প্রকাশ্য দিবালোকে অস্ত্রের ভয় দেখিয়ে ব্যবসায়ীর স্ত্রীকে মারধর করে এবং আলমারির লকার ভেঙে নগদ প্রায় ৩২ লাখ টাকা ও ১০৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ উল্লাহ দারুস সালাম থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেন।


গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে বলে র‍্যাব জানিয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন