রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর

৪ সপ্তাহ আগে
রাজধানীর বেগুনবাড়িতে মোটরসাইকেলের ধাক্কায় বেলি বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ফয়সাল (১৮) নামে এক যুবক।

শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা রাকিবা বেগম নামে এক নারী জানান, ওই নিহত ওই নারী বেগুনবাড়ি বস্তিতে থাকেন এবং ফেরি করে পানি বিক্রি করেন। সন্ধ্যায় বেগুনবাড়ি বউবাজারে রাস্তায় হেঁটে হেঁটে পানি বিক্রি করার সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে মোটরসাইকেলের পেছনে তার কাপড় আটকে যায়। আর ছিটকে পড়ে রাস্তার পাশের একটি খুঁটির সঙ্গে ধাক্কা লাগে চালকের। দেখতে পেয়ে তাদেরকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে পরবর্তীকালে ঢাকা মেডিকেলে নেয়া হয়। সেখানে ওই নারীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

আরও পড়ুন: নারায়ণগঞ্জের বন্দরে নিজের হাতে বোমা বিস্ফোরণে ডাকাত নিহত

 

রাকিবা বেগম জানান, নিহত ওই নারীর স্বামী নেই। অনেক বছর ধরে বেগুনবাড়ি ও এর আশপাশে থাকেন।

 

আহত ফয়সালের বন্ধু সাইফুল ইসলাম ইয়াসিন জানান, ফয়সালও থাকেন বেগুনবাড়িতে। সন্ধ্যায় আড্ডার ফাঁকে এক বন্ধুর মোটরসাইকেল চালানোর জন্য তার কাছ থেকে চেয়ে নেয়। এরপর চালানোর সময় ওই নারীর সঙ্গে ধাক্কা লাগে। ফয়সালের বাম পা ও ডান হাত ভেঙ্গে গেছে। তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

 

আরও পড়ুন: হাটহাজারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

 

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। আহত যুবক জরুরি বিভাগে ভর্তি রয়েছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন