রাজধানীতে মৃদু ভূমিকম্প, উৎপত্তিস্থল বাড্ডা: আবহাওয়া অধিদফতর

১ দিন আগে
রাজধানীসহ আশপাশের এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। এবারের উৎপত্তিস্থল রাজধানীর বাড্ডা এলাকা।

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় আবহাওয়া অধিদফতরের ভূকম্পন পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়, সন্ধ্যা ৬টা ৬ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। উৎপত্তিস্থল ঢাকার বাড্ডা এলাকা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩। এটি একটি হালকা মাত্রার ভূমিকম্প।

 

আরও পড়ুন: ভূমিকম্প নিয়ে ১০টি বিস্ময়কর তথ্য

 

এদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৩ এবং উৎপত্তিস্থল নরসিংদী থেকে ১১ কিলোমিটার পশ্চিমে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

 

এদিন সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে আশুলিয়ার বাইপাইলে ভূমিকম্প অনুভূত হয়। বাইপাইলে রিখটার স্কেলে ৩.৩ মাত্রায় অনুভূত হওয়া ভূমিকম্প শুক্রবার (২১ নভেম্বর) হওয়া কম্পনের আফটার শক বলেনিশ্চিত করেন ভূমিকম্প গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির।

 

আরও পড়ুন: বার বার ভূমিকম্প কি কিয়ামতের আলামত?

 

এর আগে গতকাল শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭। এতে ১০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আর আহত হয়েছেন কয়েকশ মানুষ।

 

]]>
সম্পূর্ণ পড়ুন