বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে হাতিরঝিল পশ্চিম চৌধুরীপাড়া শেখ জনরুদ্দিন দারুল কোরআন মাদ্রাসার ষষ্ঠ তলার বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তুষার তানভীর চাঁদপুরের মতলব দক্ষিণ থানার গোসাইপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। তার পরিবার বর্তমানে রাজধানীর শান্তিবাগ এলাকায় বসবাস করে। সে পশ্চিম চৌধুরীপাড়ার শেখ জনরুদ্দিন দারুল কোরআন মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সকালে মাদ্রাসা কর্তৃপক্ষ তুষারের পরিবারকে ফোন করে জানায়, সে বাথরুমে ঢুকে দীর্ঘ সময় ধরে বের হচ্ছে না। এরপর পরিবার ঘটনাস্থলে এসে পুলিশের সহায়তায় বাথরুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তখন বাথরুমের গ্রিলের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় তুষারের মরদেহ দেখতে পাওয়া যায়।
আরও পড়ুন: 'ব্যর্থ জীবনের যন্ত্রণায়' চিরকুট লিখে নিজের প্রাণ দিলেন বিক্রয় প্রতিনিধি!
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) ফোয়াদ আহমেদ জানান, সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তুষারকে বাথরুমের গ্রিলের সঙ্গে গলায় রশি প্যাঁচানো এবং টয়লেটের প্যানের ওপর বসা অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে তার মৃত্যু হয়েছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।