বুধবার (১৮ জুন) দিবাগত রাত পৌনে ১টার দিকে ফকিরাপুল মোড়ে মেইন রোডে এই গুলির ঘটনা ঘটে। আহতরা হলেন- পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আতিক হাসান ও কনস্টেবল সুজন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম জানান, রাতে দুই গোয়েন্দা পুলিশ গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে আতিক হাসানের পেটের বাম পাশে ও সুজনের বাম পায়ে গুলিবিদ্ধ হয়েছে। তাদের দুজনকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
আরও পড়ুন: পুলিশ সদস্যদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির
জানা গেছে, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি লালবাগ বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার এনায়েত কবির শোয়েবের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে যান টিমটি। ফকিরাপুল মোড়ে মাদক কারবারিদের একটি প্রাইভেটকারের গতিরোধ করে। এসময় মাদক কারবারিদের সাথে থাকা অস্ত্র দিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করে।
এতে দুইজন পুলিশ গুলিবিদ্ধ হয়। পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এই অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এবং প্রাইভেট কারটি ডিবি হেফাজতে আছে বলেও জানিয়েছে ডিবি পুলিশ।
]]>