রাজধানীতে বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩ সপ্তাহ আগে
রাজধানীর কদমতলীতে সোহেল আহম্মেদ (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ ‍ডিসেম্বর) গভীর রাতে কদমতলী গিরিধারা সড়কের একটি বাসা থেকে ওই ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত সোহেল দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি কদমতলী এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। দুই ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন ছোট। তাদের বাড়ি যশোরের কোতোয়ালি থানায়।


আরও পড়ুন: বন্ধুদের কাছে ক্ষমা চাওয়ার পর ঘরে মিলল সাজিদের ঝুলন্ত মরদেহ


সোহেলের বাবা ছাব্বির আহমেদ বলেন, ‘১০ দিন আগে আমার বোন মারা যান। আমরা সপরিবার গ্রামের বাড়িতে গিয়েছিলাম। সোহেল গ্রাম থেকে ফিরে বাসায় একাই ছিল সোহেল। রাতে তার মোবাইল ফোনে যোগাযোগ করে কোনো খবর পাওয়া যাচ্ছিল না। পরে তার বন্ধুদের বাসায় পাঠালে তারা সোহেলের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে আমাদের ও পুলিশে জানায়।’


আরও পড়ুন: রুয়েট ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার


কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, কদমতলী গিরিধারা সড়কের একটি বাসা থেকে সোহেলের ঝুলন্ত মরদেহ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে
 রাখা হয়েছে। 

]]>
সম্পূর্ণ পড়ুন