রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা

২০ ঘন্টা আগে
প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। রাজধানীর ব্যস্ততম পয়েন্ট বিশেষ করে কমলাপুর রেলওয়ে স্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল দিয়ে নগরে ফিরছেন হাজারো মানুষ।

ঈদের চতুর্থ দিনে বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাজধানীর একমাত্র লঞ্চ টার্মিনাল সদরঘাটে একে একে ভিড়ছে বিভিন্ন প্রান্ত থেকে আসা লঞ্চগুলো। কিছুটা বাড়তি স্বস্তির আশায় আগে ভাগেই ঢাকায় ফিরছেন তারা। সবারই চোখে মুখে উচ্ছ্বাস আর স্বস্তি, যার পেছনের অন্যতম কারণ ভোগান্তিহীন ঈদ যাত্রা। 


একই দৃশ্য কমালাপুর রেল স্টেশনেও। বিভিন্ন গন্তব্য থেকে সময় মতো প্ল‍্যাটফর্মে ফিরছে ট্রেন। তবে অনেকের চোখে-মুখে দেখা গেছে দীর্ঘ ভ্রমণের ক্লান্তির ছাপ। 


এদিকে নৌ ও রেল পথের মতো সড়ক পথেও ঢাকা ফেরা শুরু করছেন যাত্রীরা। 


আরও পড়ুন: ঈদের ছুটিতে হাতিরঝিলে চালু থাকছে ওয়াটার ট্যাক্সি ও চক্রাকার বাস


রাজধানীতে ফেরা যাত্রীরা বলেন, এবারের ঈদ যাত্রা ছিল স্বস্তির যাত্রা। যাত্রা পথে এবং লঞ্চ ব্যাবস্থাপনায় তারাও সন্তুষ্ট। এমন ঈদ যাত্রা যেন আগামীতেও করতে পারেন এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।


প্রতিটি লঞ্চে চার জন নিরাপত্তা কর্মী নিয়োগ দেয়া হয়েছে। এবার লঞ্চ টার্মিনাল কোন চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। কোনো রকম ভোগান্তি ছাড়াই যাত্রীরা রাজধানীতে ফিরছে।


তবে ঈদের চতুর্থ দিনেও প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে এখনো ঢাকা ছাড়ছে নগরবাসী। কেউ কেউ ঢাকার বাইরে বাড়তি পাওয়া ছুটি কাটাতে যাচ্ছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন