হুমায়ুন কবির একজন পুলিশ কনস্টেবল। ঢাকা মেট্রোপলিটনের গাড়িচালক ছিলেন তিনি। তার বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। বাবর নাম মৃত সিরাজ হাওলাদার।
যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) কাজী রমজানুল হক জানান, সোমবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশ কনস্টেবল হুমায়ুন কবিরের মরদেহ বাসার সামনে খাটিয়ায় ছিল।
আরও পড়ুন: পুলিশের ওপর ইট-পাটকেল, আরও ৫ রিকশাচালক গ্রেফতার
তিনি আরও জানান, তার গলায় দাগ রয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠান হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
তিনি আরও জানান, হুমায়ুন কবির মেট্রোপলিটন পুলিশের এমটি সেকশনের গাড়িচালক পদে কর্মরত ছিলেন। দয়াগঞ্জে স্ত্রী ছালমা আক্তার ও দুই সন্তানকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। ঘটনার বিস্তারিত জানতে হুমায়ুন কবিরের স্ত্রী ছালমাকে জিজ্ঞাসাবাদের পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
]]>