তিনি জানান, রাজধানীর কদমতলী এলাকা থেকে গত ১৪ ডিসেম্বর নিখোঁজ হন দুই বোন। তাদের অপহরণ করা হয়েছিল। র্যাবের একাধিক ব্যাটালিয়ন যৌথ অভিযান চালিয়ে পটুয়াখালীর দশমিনা এলাকা থেকে দুই বোনকে উদ্ধার করে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ওই দুই বোনকে দশমিনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের অপহরণ করা হয়েছিল। অপহরণকারীদের শনাক্তে র্যাব কাজ করছে।
আরও পড়ুন: টেকনাফে মালয়েশিয়া পাচারের উদ্দেশে অপহৃত দুইজন উদ্ধার, আটক ২
র্যাব সূত্র জানায়, ওই দুই বোন তাদের নানি ও খালাকে এগিয়ে দেওয়ার জন্য ঢাকার কদমতলীর জাপানি বাজার এলাকায় গিয়ে আর বাসায় ফিরেননি। পরে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে তাদের সন্ধান না পেয়ে নিখোঁজদের বাবা বাদী হয়ে কদমতলী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তাদের দুজনকে দ্রুত উদ্ধার ও ঘটনার রহস্য উদঘাটনে র্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে র্যাব। এরই ধারাবাহিকতায় যৌথ অভিযান চালিয়ে দুই বোনকে উদ্ধার করা হয়।