মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে মেরাদিয়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে খিলগাঁও থানা পুলিশ।।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর ৯টার দিকে ইসমাইলসহ কয়েকজন মেরাদিয়া এলাকায় ইয়াসিনের দোকানে গিয়ে এক লাখ ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে তারা ইয়াসিনকে চড় থাপ্পড় দেয় ও প্রাণনাশের হুমকি দেয়।
আরও পড়ুন: ডেমরায় সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহতের খবরে যা জানাল ডিএমপি
পরে গত ৫ অক্টোবর তারা আবারও ইয়াসিনের দোকানে গিয়ে চাঁদা দাবি করে এবং না দিলে ব্যবসা করতে দেয়া হবে না বলে হুমকি দেন।
এ ঘটনায় গত ৬ অক্টোবর ভুক্তভোগী ইয়াসিন খিলগাঁও থানায় একটি চাঁদাবাজির মামলা করেন।
আরও পড়ুন: মামলা না নিলে এক মিনিটেই ওসি বরখাস্ত: ডিএমপি কমিশনার
পরে তথ্য ও প্রযুক্তির সহায়তায় এজাহারনামীয় আসামি ইসমাইলের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়।