শনিবার (২৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে স্কয়ার হাসপাতালের পাশে পশ্চিম রাজাবাজারমুখী সড়কের মুখে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল হোসেন (৬৫) ওই ভবনের কেয়ারটেকার ছিলেন। তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি গ্রামে।
শেরেবাংলা নগর থানার এএসআই ফারুক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আহত দুজন ও নিহত আবুল হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আরও পড়ুন: কুমিল্লায় লরিচাপায় প্রাইভেটকারের ৪ আরোহী নিহত
সরেজমিন দেখা যায়, ভবনটির সামনের দেয়ালের পুরো অংশ ভেঙে পশ্চিম রাজাবাজারমুখী সড়কের প্রায় অর্ধেকজুড়ে পড়ে আছে। এ সময় যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, রাস্তা সংলগ্ন ভবনটি নির্মাণের সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়নি। তাদের দাবি, অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।