রাজধানীতে ডাইভারশন ঘিরে অসহনীয় দুর্ভোগ

৪ ঘন্টা আগে
যানজটের দুর্ভোগ কমাতে গত ৭ মাসে দুই সিটিতে ৭০টি ডাইভারশন চালু করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। তবে কোথাও কোথাও সুফলের চেয়ে বেড়েছে অসহনীয় দুর্ভোগ, যার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে।

রাজধানীর যানজট কমাতে সম্প্রতি ৭০টি জায়গায় ডাইভারশন করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। বেশির ভাগ ক্ষেত্রেই এর সুফল মিললেও নগরবাসীর দাবি, কিছু জায়গায় ঘটেছে চরম বিপত্তি।

 

নতুন ডাইভারশন ঘিরে নতুন করে ভোগান্তিতে পড়েছেন অনেক এলাকার যাত্রী ও বাসিন্দারা। যেমন পুরান ঢাকার ধোলাইখালের পুরো এলাকাটি এই ডাইভারশনের কারণে ধুঁকছে।

 

আগে রায়সাহেব বাজার মোড় হয়ে নিম্ন আদালতের সামনে দিয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে থামতো সদরঘাটের বাসগুলো। বর্তমানে রায়সাহেব বাজার থেকে সোজা ধোলাইখাল হয়ে বানিয়ানগরে ইউটার্ন নিয়ে আবার রায়সাহেব বাজার হয়ে চলে যাচ্ছে গন্তব্যে।

 

আরও পড়ুন: গুলিস্তানে সড়ক-ফুটপাত দখল করে দোকান, ভয়াবহ দুর্ভোগ হানিফ ফ্লাইওভারে!

 

ফলে যাত্রী ও বাসিন্দারাতো বটেই, দুর্ভোগে আছেন ওই এলাকার ছোট ব্যবসায়ীরাও। গাড়ির ধীর গতি আর তীব্র যানজটে চলাফেরাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। নতুন এই নিয়মের ভুক্তভোগী সদরঘাটের যাত্রীরা, অভিযোগ আছে বাস ড্রাইভার ও হেল্পারদেরও।

 

একদিকে সড়কে যানজট অন্যদিকে ফুটপাত হকারদের দখলে থাকায় নাকাল হচ্ছেন পথচারীরাও। এসব কারণে ধোলাইখালের ১০ হাজারেরও বেশি দোকানের ১ লাখেরও বেশি মানুষের কর্মসংস্থানই এখন হুমকির মুখে। মূল কারণ ধোলাইখালের স্থবির সড়ক।

 

ধোলাইখাল রিকন্ডিশন ইঞ্জিন ও মোটরপার্টস মালিক সমিতির সভাপতি হাজী মো. ইস্রাফিল বলেন, ‘যানজটের কারণে আমাদের ব্যবসা, শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত--সব কিছুতেই সমস্যা হচ্ছে। ১ ঘণ্টার রাস্তা ৩ ঘণ্টায়ও যাওয়া যাচ্ছে না!’

 

যদিও ডিএমপির ট্রাফিক লালবাগ বিভাগের দাবি, সদরঘাট এলাকার যানজট নিরসনে নেয়া হয়েছে এই উদ্যোগ, যার সুফলও মিলছে অনেকাংশে।

 

আরও পড়ুন: যানজট কমাতে সড়কে ডাইভারশন, ডিএমপির উদ্যোগ কতটা সফল?

 

ডিএমপির ট্রাফিক লালবাগ বিভাগের উপ-কমিশনার মো. মফিজুল ইসলাম বলেন, 

বাসগুলো ওই দিকে যাওয়ার ফলে সেখানকার ট্রাফিক একটু বেড়েছে স্বাভাবিকভাবেই। যে অসুবিধাগুলো হচ্ছে, সেগুলো শনাক্ত করে সমাধানের চেষ্টা করছি। ভাঙা রাস্তাগুলোকে মেরামত করতে হবে। তাহলে গাড়ি খুব দ্রুত চলতে পারবে। ফলে যানজট কমে যাবে।

 

শুধু ধোলাইখাল নয়, গোটা রাজধানীতে ডাইভারশনের কারণে বেশ কিছু জায়গায় এমন দুর্ভোগ নিত্যদিনের। অবশ্য পরিস্থিতি স্বাভাবিক করতে রাজধানীবাসীর সহযোগিতা চেয়েছে ট্রাফিক বিভাগ।

]]>
সম্পূর্ণ পড়ুন