বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতার অন্য দুজন হলেন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানী সরদার (৪৬) এবং আওয়ামী লীগ কর্মী মো. মেহেদী হাসান (২৭)।
ডিবি সূত্রমতে, হুমায়ুন কবীর সুজনকে বুধবার (৪ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর টিকাটুলি এলাকা থেকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের একটি বিশেষ দল। একই দিন ভোর সাড়ে ৫টায় মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মেহেদী হাসানকে গ্রেফতার করে ডিবি মিরপুর বিভাগ। তারও আগে, বুধবার (৪ জুন) সন্ধ্যায় মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান হাউজিং এলাকা থেকে গ্রেফতার করা হয় গোলাম রাব্বানী সরদারকে। রাব্বানী মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ঘনিষ্ঠ সহযোগী এবং ধানমন্ডি ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক হিসেবে পরিচিত।
আরও পড়ুন: চাঁদাবাজি ও দোকান দখল, ৩ যুবদল নেতা গ্রেফতার
ডিবির দাবি, গ্রেফতার ব্যক্তিরা সংঘবদ্ধভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় হঠাৎ করে মিছিল ও অপতৎপরতার মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছিল। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে এবং জননিরাপত্তা বিঘ্নিত করতে পরিকল্পিতভাবে ঝটিকা মিছিলে অংশ নিচ্ছিল বলে গোয়েন্দা কর্মকর্তারা জানান।
তাদের বিরুদ্ধে একাধিক থানায় সুনির্দিষ্ট মামলা রয়েছে এবং গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।