ফিলিস্তিনের ফুটবল ফেডারেশনের এক বিবৃতি থেকে জানা যায়, নিজ বাসায় এক ড্রোন হামলার স্বীকার হন আল–লেলে। গত সোমবার (৩০ জুন) এই ঘটনা ঘটে। মারাত্মকভাবে রক্তক্ষরণ হয়ে মঙ্গলবার (১ জুলাই) মারা যান তিনি।
আরও পড়ুন: গাড়ি দুর্ঘটনায় প্রাণ গেল লিভারপুলের পর্তুগিজ ফুটবলার জোটার
ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর এখন পর্যন্ত ৫৮৫ ক্রীড়াবিদ মৃত্যুবরণ করেছেন। যাদের মধ্যে শুধু ফুটবল অঙ্গনেরই রয়েছেন ২৬৫ জন।
ফিলিস্তিনের পরিচিত ফুটবলার ছিলেন মুহান্নাদ আল–লেলে। তার ফুটবল ক্যারিয়ার শুরু হয় ফিলিস্তিনি ক্লাব খাদামাত আল–মাঘাজির হয়ে। এরপর দেশটির নানা ক্লাবে খেলার পর আবারও খাদামাত আল–মাঘাজিতে যোগ দেন তিনি।