ইসরায়েলি হামলায় মৃত্যু এক ফিলিস্তিন ফুটবলারের

৫ ঘন্টা আগে
ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে। এবার সেই চলমান হামলায় প্রাণ হারালেন ফিলিস্তিনের এক ফুটবলার মুহান্নাদ আল–লেলে। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।

ফিলিস্তিনের ফুটবল ফেডারেশনের এক বিবৃতি থেকে জানা যায়, নিজ বাসায় এক ড্রোন হামলার স্বীকার হন আল–লেলে। গত সোমবার (৩০ জুন) এই ঘটনা ঘটে। মারাত্মকভাবে রক্তক্ষরণ হয়ে মঙ্গলবার (১ জুলাই) মারা যান তিনি।


আরও পড়ুন: গাড়ি দুর্ঘটনায় প্রাণ গেল লিভারপুলের পর্তুগিজ ফুটবলার জোটার 


ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর এখন পর্যন্ত ৫৮৫ ক্রীড়াবিদ মৃত্যুবরণ করেছেন। যাদের মধ্যে শুধু ফুটবল অঙ্গনেরই রয়েছেন ২৬৫ জন।

Israel's crimes against Palestinian sports continue. The latest:
- The martyrdom of Muhannad Al-Lelee, a player for Khadamat Al-Maghazi Clum, in a direct bombing of his home in the Gaza Strip.
- The number of martyrs from the Palestinian sports community since October 7, 2023,… pic.twitter.com/B9E1F6G3S0

— Palestine Football Association (@Palestine_fa) July 3, 2025


ফিলিস্তিনের পরিচিত ফুটবলার ছিলেন মুহান্নাদ আল–লেলে। তার ফুটবল ক্যারিয়ার শুরু হয় ফিলিস্তিনি ক্লাব খাদামাত আল–মাঘাজির হয়ে। এরপর দেশটির নানা ক্লাবে খেলার পর আবারও খাদামাত আল–মাঘাজিতে যোগ দেন তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন