রাজধানীতে আ. লীগ সমর্থক সন্দেহে রিকশাচালক ও নারীকে মারধর

৪ দিন আগে
রাজধানীর গুলিস্তান ও ধানমন্ডিতে ‘জুলাইযোদ্ধা’ পরিচয় দেয়া একদল বিক্ষোভকারীর হামলার শিকার হয়েছেন আওয়ামী লীগ সমর্থক সন্দেহে এক রিকশাচালক ও এক নারী।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর আনুমানিক দেড়টার দিকে গুলিস্তানে আওয়ামী লীগ কার্যালয়ের পাশে রিকশাচালক মোহাম্মদ বাবু হামলার শিকার হন। নিজেদের ‘জুলাইযোদ্ধা’ পরিচয় দেয়া কয়েকজন বিক্ষোভকারী আওয়ামী লীগের সমর্থক সন্দেহে তাকে ঘেরাও করে শারীরিকভাবে আক্রমণ করেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে পুলিশের উপস্থিতিতেই বিক্ষোভকারীরা তাকে পাশের একটি মার্কেটে নিয়ে যান এবং মারধর করতে থাকেন। মারধরের ফলে রিকশাচালক বাবু জ্ঞান হারিয়ে ফেলেন। পরে যখন তাকে সেখান থেকে বের করে পুলিশের গাড়িতে তোলা হয়, তখন তাকে আবারও মারধর করা হয়।
 

আরও পড়ুন: রাজধানীতে নাশকতার চেষ্টাকালে ২ আওয়ামী সদস্য আটক


আহত রিকশাচালক মোহাম্মদ বাবুর বাড়ি বরিশাল জেলার নেহালগঞ্জে বলে জানা গেছে।


এদিকে দুপুরে ‘জয় বাংলা’ স্লোগান দেয়ার অভিযোগে ধানমন্ডিতে এক নারী হামলার শিকার হয়েছেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে ওই নারী ‘জয় বাংলা’ স্লোগান দিলে তাকে পেটানো হয়। পরে সেই নারীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

]]>
সম্পূর্ণ পড়ুন