বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দুলাইন্নে বাপের এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মান্নান সরফভাটা ইউনিয়ন শ্রমিক দলের সহ-সভাপতি ছিলেন।
আরও পড়ুন: রাজধানীর বাড্ডায় বাসার ভেতরে যুবককে গুলি করে হত্যা
জানা যায়, সন্ধ্যার পর থেকে নিজ বাড়ির সামনে অবস্থান করছিলেন মান্নান। এ সময় মোটরসাইকেলে করে আসা দুজন অজ্ঞাত সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম সাব্বির বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তদন্ত চলছে, জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
]]>
৩ দিন আগে
৭








Bengali (BD) ·
English (US) ·