রাঙ্গামাটিতে ট্রাক্টর উল্টে ৩ শ্রমিক নিহত, আহত ১

১ সপ্তাহে আগে
রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলায় ট্রাক্টর উল্টে ৩ নির্মাণ শ্রমিক নিহত ও ১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে উপজেলার আর্যপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।


আহত ব্যক্তিকে উদ্ধার করে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত তিনজনের মরদেহ উদ্ধারে কাজ করছেন পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা।
 

আরও পড়ুন: সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী নিহত


বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত সড়কের মালামাল নিয়ে যাওয়ার পথে আর্যপুর নামক স্থানে ট্রাক্টর উল্টে ঘটনাস্থলে তিন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। তাদের নাম-ঠিকানা এখনও জানা যায়নি।

]]>
সম্পূর্ণ পড়ুন