আটকরা হলেন: ইউপিডিএফের পোস্ট কমান্ডার কার্মা চাকমা ও তার সহযোগী লেলিন চাকমা। তাদের তল্লাশির চালিয়ে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড পিস্তলের গুলি, একটি ওয়াকিটকি, দুটি মোবাইল ফোন ও দুটি চাঁদা আদায়ের রশিদ পাওয়া যায়।
আরও পড়ুন: খাগড়াছড়িতে ইউপিডিএফের গোপন আস্তানার সন্ধান, অস্ত্র উদ্ধার
সেনাবাহিনী সূত্র জানায়, বগাছড়ি এলাকা দিয়ে আস্ত্রসহ ইউপিডিএফের কর্মীরা যাবে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাঙ্গামাটি জেলার বগাছড়ি এলাকায় একটি বিশেষ চেকপোস্ট বসানো হয়। যানবাহনে তল্লাশি চালানোর সময় মোটরসাইকেল ঘুরিয়ে পালাতে চাইলে দুজনকে আটক করা হয়।
দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং এ অঞ্চলের সব জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানায় সেনাবাহিনী।