রাঙ্গাবালীতে বিশেষ অভিযানে ৫০ হাজার মিটার অবৈধ জাল জব্ধ

১ সপ্তাহে আগে
পটুয়াখালীর রাঙ্গাবালীতে নদী ও সমুদ্র মোহনায় দীর্ঘদিন ধরে ছোট ফাঁসের অবৈধ জাল দিয়ে ধ্বংস করা হচ্ছিল মৎস্য সম্পদ ও সামুদ্রিক জীববৈচিত্র্য। বিষয়টি নিয়ে গত সপ্তাহে সময় টেলিভিশনে প্রচারিত হয় অনুসন্ধানী প্রতিবেদন। এর পরই নড়েচড়ে বসে প্রশাসন।

বুধবার (১৯ নভেম্বর) সকালে রাবনাবাদ ও আগুনমুখা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে রাঙ্গাবালী উপজেলা মৎস্য দপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন। অভিযানে জব্দ করা হয় প্রায় ৫০ হাজার মিটার নিষিদ্ধ বেহুন্দি ও সূঁইজাল। পরে ফুলখালী স্লুইস গেট এলাকায় জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এসব অবৈধ জাল।
 

জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম বলেন,  ‘জব্দ হওয়া জালের বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। এই অবৈধ জালগুলো দিয়ে মা ইলিশ, পোনা ও অন্যান্য জলজ প্রাণী নির্বিচারে ধ্বংস করা হচ্ছিল। এতে মাছের উৎপাদনে ভয়াবহ প্রভাব পড়ছে। সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে এ অভিযান।’ 

আরও পড়ুন: কুয়াকাটায় জালে ধরা পড়লো ৮০ কেজি ওজনের ‘পাখি মাছ’

তিনি বলেন, ‘মৎস্য সম্পদ রক্ষা করতে হলে শুধু অভিযানই নয়, প্রয়োজন নিয়মিত নজরদারি ও জনসচেতনতা। আমরা অবৈধ জাল ব্যবহারকারীদের আইনের আওতায় আনতে কঠোর অবস্থানে আছি।’
 

পটুয়াখালীর  নদ–নদী ও উপকূলীয় এলাকায় দীর্ঘদিন ধরেই চলছিল অবৈধ জালের দৌরাত্ম্য। নিয়মিত অভিযান না থাকায় ইলিশসহ নানা প্রজাতির পোনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। প্রশাসনের এই কঠোর উদ্যোগে উপকূলের জীববৈচিত্র্য রক্ষায় নতুন আশার সঞ্চার হয়েছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল ও জেলেরা।
 

উপকূল অঞ্চলে অবৈধ জাল দমনে এমন উদ্যোগ অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা সবার।

]]>
সম্পূর্ণ পড়ুন