রাঙামাটির প্রথম নারী ডিসি নাজমা আশরাফী

৩ দিন আগে
রাঙামাটি পার্বত্য জেলায় প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) হলেন নাজমা আশরাফী।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

 

নাজমা আশরাফী রাঙামাটি পার্বত্য জেলার ইতিহাসে প্রথম নারী ডিসি। তিনি রাঙামাটির ৯৪তম ডিসি হিসেবে যোগদান করবেন।

 

আরও পড়ুন: ৪ বিভাগে নতুন কমিশনার

 

এর আগে নাজমা আশরাফী উপ-সচিব হিসেবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে কর্মরত ছিলেন। প্রজ্ঞাপনের ১৪ নম্বর ক্রমিকে তার এই নতুন পদায়নের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

 

আরও পড়ুন: ঢাকাসহ ২৩ জেলায় নতুন ডিসি

 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আবদুল করিমের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি হওয়া এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন