রাঙামাটিতে শুরু বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল

৩ সপ্তাহ আগে
নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রাঙামাটিতে শুরু হয়েছে বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে চিং হ্লা মং মারী স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়া উদ্দিন।

উদ্‌বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শারমিন জাহান, জেলা প্রশাসক মোহাম্মদ হবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

উদ্‌বোধনী খেলায় মুখোমুখি হয় রাঙামাটি ও বান্দরবান জেলা দল। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় বান্দরবান, যার ফল আসে ৬০ মিনিটে ম্যাচিং মারমার একমাত্র গোলে। পরে আর কোনো গোল না হওয়ায় এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বান্দরবান।

 

রেফারির দায়িত্ব পালন করেন ফিফা তালিকাভুক্ত রেফারি জয়া চাকমা। তিনি বলেন, ‘আমি রাঙামাটির মেয়ে। এই মাঠেই ফুটবলের হাতেখড়ি। আজ এই মাঠেই খেলা পরিচালনা করতে পেরে আবেগে আপ্লুত। এই মাঠে কোনো নারী রেফারি খেলা পরিচালনা করেননি আগে—আমি প্রথম।’

 

আরও পড়ুন: কাপ্তাইয়ে স’মিলের ছত্রছায়ায় রাতের আঁধারে বন উজাড়

 

খেলা দেখতে স্টেডিয়ামে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। এক দর্শক জানান, ‘রাঙামাটিতে বড় টুর্নামেন্ট খুব একটা হয় না। অনেকদিন পর এমন আয়োজন দেখতে পারলাম। ভালো লেগেছে। চাই, এমন আয়োজন আরও হোক।’

 

উদ্‌বোধনী বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়া উদ্দিন বলেন, ‘খেলাই একমাত্র মাধ্যম, যেখানে সবাইকে এক কাতারে আনা সম্ভব। এই টুর্নামেন্টে সম্প্রীতির বার্তা ছড়াবে। নতুন প্রজন্ম খেলাধুলার প্রতি আগ্রহী হোক, সেই চেষ্টাই আমাদের।’

 

এবারের বিভাগীয় কমিশনার গোল্ডকাপে কুমিল্লা ও রাঙামাটি—এই দুটি ভেন্যুতে খেলবে ১১টি দল। রাঙামাটি ভেন্যুতে খেলবে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলা দল। শুক্রবার মাঠে নামবে খাগড়াছড়ি ও কক্সবাজার।

 

উল্লেখ্য, রাঙামাটিতে সর্বশেষ বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হয়েছিল ১৯৯৭ সালে, দীর্ঘ ২৭ বছর আগে।

]]>
সম্পূর্ণ পড়ুন