রাকসুতে একসঙ্গে লড়ছে ছাত্র অধিকার পরিষদ ও ফেডারেশন

৩ সপ্তাহ আগে
আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র ফেডারেশন একসঙ্গে প্যানেল ঘোষণা করেছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে রাকসু আন্দোলন মঞ্চের সদস্য সচিব আমানউল্লাহ খান  ‘রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ’ নামের এই প্যানেল ঘোষণা করেন।


এই প্যানেল থেকে সহসভাপতি (ভিপি) পদে লড়বেন ছাত্র অধিকার পরিষদের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদি মারুফ এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন সাংস্কৃতিক সংগঠন ‘উত্তরণের’ কেন্দ্রীয় সদস্য আফরিন জাহান। এ ছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ছাত্র অধিকার পরিষদের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আল শাহরিয়ার শুভ।


আরও পড়ুন: রাকসু নির্বাচনে শিবিরের প্যানেল ঘোষণা


শীর্ষ তিন পদের বাইরে ক্রীড়া সম্পাদক পদে মেহেদী হাসান মাসুম, সহ ক্রীড়া সম্পাদক পদে রিদুয়ানুল হক ইমন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে রাতুল মাহমুদ, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে মুবতাসিন ফুয়াদ ধ্রুব, মহিলা বিষয়ক সম্পাদক পদে আবিদা আক্তার লাবণী, তথ্য গবেষণা ও সহ সম্পাদক পদে গাজী ফারহান লাবিব, সহ-মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে মাহমুদুল হাসান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে জুহাইম তামিম, সহ বিজ্ঞান ও প্রযুক্তি এফ এম যুবায়ের হাসান, বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে রমজানুল মোবারক আরবী, সহ বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে নাজমুল ইসলাম, সহ পরিবেশ ও সমাজকল্যাণ পদে আখতার হোসেন, ভাষাও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে মাহফুজুল ইসলাম নয়ন।
 

]]>
সম্পূর্ণ পড়ুন