রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শেষ

৩ সপ্তাহ আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শেষ হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম চলে।

 

রাকসুর প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম জানান, শেষ দিনে ৪৬ জনসহ মোট ৪৬৬ জন রাকসু ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এছাড়া হল সংসদে অন্তত ৭০০ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা।

 

এর আগের দিন মঙ্গলবার বিকেলে আন্দোলনের মুখে নবীন শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি ও প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হয়। এ কারণে মনোনয়নপত্র বিতরণের সময়সীমা একদিন বাড়ানো হয়। শেষ দিনে নবীন শিক্ষার্থীরাই বেশি মনোনয়নপত্র উত্তোলন করেন।

 

আরও পড়ুন: অবশেষে রাকসুর মনোনয়নপত্র বিতরণ শেষ হচ্ছে বিকেলে

 

রাকসু নির্বাচন কমিশন জানিয়েছে, নবীন শিক্ষার্থীদের ভোটার তালিকা ইতোমধ্যে আবাসিক হলগুলোতে পাঠানো হয়েছে। শিক্ষার্থীদের হলের সঙ্গে সংযুক্তির কাজ শেষ হয়েছে। এখন ঘোষিত তফসিল অনুযায়ী বাকি কাজগুলো নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন করা হবে।

 

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নবীন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ২৯ হাজার।

]]>
সম্পূর্ণ পড়ুন