সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এ প্যানেল ঘোষণা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি রাকিব হোসেন।
এ সময় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্রমৈত্রী, পাহাড়ি ছাত্র পরিষদ, বিপ্লবী ছাত্র যুব আন্দোলন, ছাত্র গণমঞ্চ এবং সাধারণ শিক্ষার্থীদের একটা অংশ উপস্থিত ছিলেন। এতে ভিপি পদে মনোনীত হয়েছেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল। তিনি ২০২০-২১ সেশনের দর্শন বিভাগের শিক্ষার্থী। জিএস পদে মনোনীত হয়েছেন ছাত্র ইউনিয়নের কোষাধ্যক্ষ কাউছার আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। এ ছাড়া এজিএস পদে মনোনীত হয়েছেন
ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম সরকার। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী।
আরও পড়ুন: রাকসু নির্বাচন: চলছে মনোনয়ন যাচাই-বাছাই
গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ প্যানেলের অন্য সদস্যরা হলেন: সংস্কৃতি বিষয়ক সহকারী সম্পাদক তারেক আশরাফ, মহিলা বিষয়ক সম্পাদক শ্রেয়সী রায়, তথ্য ও গবেষণা সহকারী সম্পাদক মো. হাসান শাহরিয়ার খন্দকার আলিফ, তথ্য ও গবেষণা বিষয়খ সহকারী সম্পাদক মো. সজীব আলী, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক ফাহিম মুনতাসির রাফিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহকারী সম্পাদক মুনতাসির তাসিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক রিসার্চ চাকমা, পরিবেশ ও সমাজকল্যাণ সহকারী সম্পাদক আজমাইন আতিক, পরিবেশ ও সমাজকল্যাণের শামীন ত্রিপুরা।
নির্বাহী সদস্য আসাদ সাদিক রাফি, আহমেদ ইমতিয়াজ সৈকত, সাজ্জাদ শেখ, জুনায়েদ।
সিনেট ছাত্র প্রতিনিধি হাসান শাহরিয়ার খন্দকার আলিফ, আসাদ সাদিক রাফি, কাউছার আহম্মেদ, ফুয়াদ রাতুল ও ফাহিম মুনতাসির রাফিন।