রাওয়া বইমেলায় মিলছে ২০ ভাষায় অনুবাদ করা কোরআন

৩ সপ্তাহ আগে
রাজধানীর মহাখালীতে রাওয়া কনভেনশন হলে চলছে তিন দিনব্যাপী বইমেলা। এতে অন্যান্য প্রকাশনীর পাশাপাশি আল কোরআন একাডেমি পাবলিকেশনসের স্টলও রয়েছে। যেখানে তাফসির, সিরাত ও ইসলামিক বিষয়ে ৩০০টির বই রয়েছে। এছাড়া আল কোরআন একাডেমি, লন্ডনের ২০টি ভিন্ন ভাষায় অনুবাদ করা কোরআন শরিফও পাওয়া যাচ্ছে স্টলটিতে।

রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স অ্যাসোসিয়েশনের (রাওয়া) আয়োজনে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে মেলার উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। এরপর তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

 

এসময় আল কোরআন একাডেমি পাবলিকেশনসের স্টলে গেলে এর কান্ট্রি ডিরেক্টর কর্নেল মুস্তফা রাসেল আল রশিদ মহাপরিচালককে অনুবাদ করা একটি কোরআন শরিফ উপহার দেন।

 

এদিন উদ্বোধনী বক্তব্য দেন রাওয়ার প্রেসিডেন্ট কর্নেল আব্দুল হক এবং রাওয়ার পাবলিকেশন ও লাইব্রেরির ইনচার্জ লে. কর্নেল নুরুজ্জামান।

 

উদ্বোধনের সময় সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনী কর্তৃক পরিচালিত স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিল।

 

জানা গেছে, আগামী শনিবার (১ নভেম্বর) রাত ১০টা পর্যন্ত চলবে রওয়া বইমেলা। সবার জন্য উন্মুক্ত থাকছে মেলা প্রাঙ্গণ। প্রতিদিনই অতিথিদের সঙ্গে আলোচনা করছেন লেখকরা। প্রকাশকদের সঙ্গে আলোচনা চলে।

 

আল কোরআন একাডেমি, লন্ডনের কান্ট্রি ডিরেক্টর কর্নেল মোস্তফা জানান, ২০টি ভাষায় কোরআন অনুবাদ করে থাকি আমরা, যা ২৮টি দেশে বিনামূল্যে বিতরণ করে থাকি যার সংখ্যা ইতোমধ্যে ২৫ লক্ষ অতিক্রম করেছে। সেগুলো এই মেলায় প্রদর্শনী করছি ও বিনামূল্যে বিতরণ চলমান আছে। এছাড়া আল কোরআন একাডেমী পাবলিকেশন্সের প্রায় ৩০০টি বইও মেলায় পাওয়া যাচ্ছে।

 

তিনি আরও জানান, উদ্বোধনী দিনে স্কুল-কলেজ থেকে আসা শিক্ষার্থীদের মাঝে আরবি ও বাংলায় অনুবাদ করা কোরআন মাজীদ বিনামূল্যে বিতরণ করা হয়। আল কোরআন একাডেমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিনামূল্যে কোরআন বিতরণ করে থাকে।

]]>
সম্পূর্ণ পড়ুন