রাউন্ড অব সিক্সটিন নিশ্চিতের মিশনেও এমবাপ্পেকে পাচ্ছে না রিয়াল

২ সপ্তাহ আগে
ফিফা ক্লাব বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়ার ক্লাব সালজবুর্গ। তবে গুরুত্বপূর্ণ এ ম্যাচেও কিলিয়ান এমবাপ্পেকে পাচ্ছে না স্প্যানিশ জায়ান্টরা।

পেনসেলভেনিয়ার লিংকন ফিনান্সিয়াল স্টেডিয়ামে ম্যাচ শুক্রবার (২৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৭ টায়।

 

ক্লাব বিশ্বকাপের শুরুটা হয়নি প্রত্যাশিত। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় স্প্যানিশ জায়ন্ট রিয়াল মাদ্রিদ। ১০ জনের দল নিয়েই পাচুকাকে হারায় তারা। কিন্তু শঙ্কা রয়ে গেছে ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার। শেষ ম্যাচে অস্ট্রিয়ার ক্লাব সালজব্রুগকে হারালেই কোনো প্রকার সমীকরণ ছাড়াই ক্লাব বিশ্বকাপের পরবর্তী রাউন্ড নিশ্চিত করবে লস ব্লাঙ্কোস।

 

ম্যাচের আগে স্বস্তি ফিরেছে রিয়াল শিবিরে। অনুশীলনে যোগ দিয়েছে কিলিয়ান এমবাপ্পে। তবে সালজবুর্গের বিপক্ষে মাঠে দেখা যাবে না তাকে। সেখানে লস ব্লাঙ্কোদের আক্রমণভাগের দায়িত্বটা নিতে হবে ভিনিসিউস, রদ্রিগো ও তরুণ গঞ্জালো গার্সিয়াকে।

 

রিয়ালের মাঝমাঠ সামলাবেন জুড বেলিংহ্যাম, অভিজ্ঞ লুকা মদ্রিচ, দানি সেবায়োস ও ফেদে ভালভার্দে। তবে শাবি আলোনসোর যত দুশ্চিন্তা ডিফেন্স ঘিরে। আগের ম্যাচে লাল কার্ড দেখায় সালসজবুর্গের বিপক্ষে রাউল অ্যাসেনসিওর সার্ভিস পাচ্ছে না রিয়াল। তার পরিবর্তে শুরু একাদশে দেখা যেতে পারে অ্যান্টনিও রুডিগারকে।

 

আরও পড়ুন: নেইমারকে এখনও অনেক দল পেতে চায়: সান্তোস প্রধান

 

গুরুত্বপূর্ণ এই ম্যাচে ঝুঁকি নিতে চান না রিয়াল বস। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই ক্লাব বিশ্বকাপের পরবর্তী রাউন্ড নিশ্চিত করতে চান শাবি আলোনসো।

 

ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে রিয়াল কোচ বলেন, ‘কিলিয়ান এমবাপ্পে ট্রেনিংয়ে ফিরেছে। এটা আমাদের জন্য স্বস্তির। তবে সালজবুর্গের বিপক্ষে আমরা তাকে দেখতে পাব না। সম্পূর্ণ ফিট হতে তাকে সময় দিতে হবে। নক আউট পর্বের ম্যাচ গুলোতে আমাদের তার প্রয়োজন আছে। এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। সালজবুর্গ খুবই ভালো দল। তাই কোনো ঝুঁকি নিতে চাই না। জয় দিয়ে ম্যাচ শেষ করতে চাই।’

 

আরও পড়ুন: মানুষ কল্পনাও করেনি মন্তেরি নকআউট পর্বে খেলবে: রামোস

 

সালজবুর্গের বিপক্ষে পরিসংখ্যানটাও কথা বলছে রিয়ালের পক্ষে। মুখোমুখি সবশেষ দুই দেখায় জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা। তবে এই ম্যাচে ছেড়ে কথা বলবে না অস্ট্রিয়ান ক্লাবটি। হারলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শঙ্কা আছে তাদেরও।

]]>
সম্পূর্ণ পড়ুন