বুধবার (১৭ সেপ্টেম্বর) এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
এতে বলা হয়, কাস্টমস আইন ২০২৩ এর ক্ষমতাবলে পরিশোধিত ও অপরিশোধিত উভয় ধরনের রাইস ব্রাণ তেল রফতানির ক্ষেত্রে এ ২০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। যা অবিলম্বে কার্যকর হবে।
আরও পড়ুন: ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণ পুনঃতফসিলের সুযোগ
অবশ্য আগেও ২৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক বা রেগুলেটরি ডিউটি আরোপ করা হয়েছিল। কিন্তু জুলাই মাসে সেই শুল্ক আরোপের মেয়াদ শেষ হয়ে যায়।
কয়েক মাস ধরেই বাংলাদেশ রাইস ব্রাণ অয়েল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা রফতানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপের দাবি জানিয়ে আসছেন।