নতুন ওয়েব সিরিজটির ট্রেলার প্রকাশ পায় বৃহস্পতিবার (৮ মে) চরকির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। ১ মিনিট ৫৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি পরিবারে পিতার মৃত্যুর পর উত্তরাধিকাররা নানা রকম দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। এক পর্যায় ঘটে অপহরণের ঘটনাও।
মারুফ প্রতীককে সঙ্গে নিয়ে নতুন ওয়েব সিরিজটির গল্প, সংলাপ, চিত্রনাট্য লিখেছেন নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী নিজেই। নতুন এ কাজটি প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘পরিবারের ক্রাইসিস মানে সম্পত্তি ভাগাভাগি, নিজেদের মধ্যে ঝগড়া, অবিশ্বাস।’
শাওকী আরও বলেন, ‘আমার গল্পে এগুলো আছে। কিন্তু বেশি যা আছে বা যা এ গল্পকে আলাদা করেছে বলে আমার মনে হয়, সেটা হলো পূর্বপুরুষের অন্ধকার দিকটাও যে উত্তরাধিকারীদের বয়ে বেড়াতে হয়, সেই বিষয়ের বর্ণনা।’
আরও পড়ুন: রহস্যময় যুবকের সঙ্গে প্রসেনজিৎ কন্যা!
সিরিজের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সারা যাকের, শাশ্বত চট্টোপাধ্যায়, ইন্তেখাব দিনার, মোস্তাফিজুর নূর ইমরান, সুষমা সরকার, মীর নওফেল আশরাফী জিসান, সারিকা সাবাহ, তৌফিকুল ইসলাম ইমন, মোস্তফা মনোয়ারসহ অনেকে। আগামী ১৫ মে মুক্তি পাচ্ছে চরকি অরিজিনাল সিরিজ ‘গুলমোহর’।
আরও পড়ুন: নায়কের শরীরে ঘামের দুর্গন্ধ পেলে কী করেন অপু বিশ্বাস?
]]>