এ নিয়ে টানা দুই ম্যাচ জয়হীন থাকলো বসুন্ধরা। ১২ ম্যাচে বসুন্ধরা কিংসের পয়েন্ট ২১। পয়েন্ট টেবিলে তারা আছে তৃতীয় স্থানে। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে মোহামেডান। আর ২৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আবাহনী।
ম্যাচের ২৭তম মিনিটে ভালো সুযোগ তৈরি করেছিলো রহমতগঞ্জ। সলোমান কিং কনফার্মের ফ্রি কিক ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ফেরান কিংসের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।
আরও পড়ুন: উত্তাপ ছড়ানো আবাহনী-মোহামেডান ম্যাচ গোলশূন্য ড্র
তার ২ মিনিট পর সতীর্থের দারুণ এক কাটব্যাক বক্সে ভালো জায়গায় পেয়েও ঠিকঠাক রিসিভ করতে পারেননি হুয়ান এদুয়ার্দো লেসকানো। দারুণ সুযোগ মিস করেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। প্রথমার্ধের শেষদিকে তাকে তুলে নেন কোচ।
৪২তম মিনিটে গোলের দারুণ এক সুযোগ নষ্ট হয় কিংসের। বাঁ দিক থেকে আসা ক্রস আটকাতে পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন গোলকিপার শহীদুল আলম সোহেল, তবে বলের নাগাল পাননি তিনি। পরে ফাঁকা পোস্টে বল জড়াতে গোলমুখে ছুটে গিয়েও বলের গতির সাথে তাল মেলাতে পারেননি রাকিব হোসেন।
আরও পড়ুন: রেফারিদের শত্রু হিসেবে দেখা উচিত নয়: হ্যান্সি ফ্লিক
দ্বিতীয়ার্ধেও রহমতগঞ্জের রক্ষণ ভাঙতে পারেনি কিংস। আর তাতে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল। প্রথম লেগে পুরান ঢাকার দলটির বিপক্ষে ৪-১ গোলে জিতেছিল তারা। ১৯ পয়েন্ট চতুর্থ স্থানে আছে রহমতগঞ্জ।
দিনের আরেক ম্যাচে ময়মনসিংহ স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। দ্বাদশ মিনিটে জাকারিয়া ডারবোয়ে গোপীবাগের দলটিকে এগিয়ে নেওয়ার পর ৭৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমফন উদোহ। টানা দুই হারের পর জয়ের দেখা পাওয়া ব্রাদার্স ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে। ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানীতে আছে চট্টগ্রাম আবাহনী।
]]>