সোমবার (৫ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রংপুর রাইডার্স। আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার নাঈম শেখ এবং অ্যাডাম রসিংটনের ব্যাটে ভর করে এগিয়েছে চট্টগ্রামের ইনিংস। ওপেনিং জুটিতে চট্টগ্রাম তুলেছে ২২ রান। ১৫ বলে ১৬ রান করে সাজঘরে ফিরে যান নাঈম।
আরও পড়ুন: হারের পর হার, এরপর আবার হার—এই হলো বিপিএলে নোয়াখালীর গল্প
এক প্রান্ত আগলে রেখে টিকে ছিলেন রসিংটন। তিনে নামা মাহমুদুল হাসান জয় ৭ বলে ১২ রান করে বিদায় নেন। পাওয়ারপ্লের ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৮ রান তোলে চট্টগ্রাম।
এরপর জুটি বাঁধেন হাসান নওয়াজ এবং অ্যাডাম রসিংটন। দুজনের কার্যকরী ব্যাটিংয়ে এগিয়েছে চট্টগ্রামের ইনিংস। যদিও ফিফটির পরেই থেমেছেন রসিংটন। দলীয় ১৩০ রানের মাথায় ৪১ বলে ৫৮ রানের ইনিংস খেলে বিদায় নিয়েছেন রসিংটন।
আরও পড়ুন: বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সেরা নাসুম, প্রথম কে?
এরপর দ্রুত আরও ২ উইকেট হারিয়েছে চট্টগ্রাম। ৩৮ বলে ৪৬ রান করে বিদায় নেন নাওয়াজ। ২ বলে ১ রান করে বিদায় নিয়েছেন আসিফ আলী।
শেষ দিকে শেখ মেহেদী হাসান এবং আমের জামালের ব্যাটে ভর করে দেড়শ পার করে চট্টগ্রাম রয়্যালস। ৭ বলে ১৩ রান করে অপরাজিত ছিলেন মেহেদী। আরেক প্রান্তে ১০ বলে ১৯ রান করে অপরাজিত ছিলেন আমের জামাল। রংপুরের হয়ে ২টি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান ও আকিফ জাভেদ। ১ উইকেট শিকার করেছেন রাকিবুল হাসান।
]]>
১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·