সোমবার (৮ সেপ্টেম্বর) হবিগঞ্জের রশিদপুর গ্যাস ক্ষেত্রের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী সুমন বিকাশ দাস জানান, সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির প্রায় বন্ধ হওয়া রশিদপুর-৩ নম্বর গ্যাসকূপ পুনঃখননের কাজ শুরু করা হয় চলতি বছরের ১২ জুলাই। পুনরায় খননের ফলে গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) কূপ জানান দেয় তার সক্ষমতা। বর্তমানে দৈনিক ৮০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহের আনুষ্ঠানিকতা চলছে।
আরও পড়ুন: নতুন ১০০ গ্যাস কূপ খনন ও ৩১টি সংস্কারে সরকারের উদ্যোগ
তিনি আরও জানান, এই কূপ পুনঃখনন বা ওয়ার্কওভার দায়িত্বে রয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। এর আগে ১৯৯৪ সালে এই কূপটি আবিষ্কার করা হয়। কূপের পাইপ লাইনে পানি আসায় গ্যাস উত্তোলন বন্ধ করে দেয়া হয়।
সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি বর্তমানে দৈনিক ১৩ কোটি ৭০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে যোগান দিচ্ছে। ২০২৬ সালের মধ্যে দৈনিক ১৬ কোটি ৪০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহের লক্ষ্য নিয়ে কাজ করছে কোম্পানি।