রশিটানা নৌকায় ঝুঁকি নিয়ে বছরের পর বছর নদী পারাপার

১ সপ্তাহে আগে
ময়মনসিংহের ধোবাউড়ায় নেতাই নদীর ওপর সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন সীমান্তের হাজারো মানুষ। রশিটানা নৌকা দিয়ে ঝুঁকি নিয়ে নদী পার হতে হয় স্থানীয়দের। দৃষ্টিনন্দন সীমান্ত সড়ক নির্মিত হলেও সেতু না থাকায় মিলছে না সুফল।

রশিটানা নৌকায় মনে ভয় আর আতঙ্ক নিয়ে নদী পার হতে হয় নারী-শিশু থেকে শুরু করে স্কুলগামী শিক্ষার্থীরাদেরও। ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা ধোবাউড়ার ভূঁইয়াপাড়া এলাকার মানুষের একমাত্র ভরসা একটি রশিটানা নৌকা। নেতাই নদীর ওপর একটি সেতু না থাকায় বছরের পর বছর এভাবেই ঝুঁকি নিয়ে প্রতিদিন পারাপার করছেন হাজারো মানুষ।


ভারতীয় সীমান্তে হয়েছে দৃষ্টিনন্দন সীমান্ত সড়ক। এ সড়কটির ৪২ কিলোমিটার পড়েছে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা অংশে। কিন্তু নেতাই নদীর ওপর সেতু না থাকায় সড়কের সুফল মিলছে না স্থানীয়দের। ভূঁইয়াপাড়ায় এসে যানবাহনের গতিপথ পাল্টে ধোবাউড়া সদর হয়ে ২০ কিলোমিটার ঘুরে উঠতে হয় সীমান্ত সড়কে।


স্থানীয়রা জানান, দুপাড়ের অন্তত পাঁচ হাজারের বেশি মানুষ প্রতিদিন নৌকা দিয়ে পারাপার হন এই নদী পার হয়ে। মাঝেমধ্যে নৌকায় থাকেন না মাঝি, তখন নিজেরাই রশি টেনে পার হন স্থানীয়রা। একটি সেতুর অভাবে শিক্ষা, চিকিৎসা, এমনকি কৃষি পণ্যের বাজারজাতকরণেও পিছিয়ে পড়ছেন এই এলাকার মানুষ।


নেতাই নদীর দুপাশে রয়েছে দুর্গাপুরের বিজয়পুর ও হালুয়াঘাটের গাবরাখালী গারো পাহাড় পর্যটনকেন্দ্র। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন পর্যটকরা এসব এলাকায় আসেন। ২০২৩ সালে সীমান্ত সড়কের ময়মনসিংহ অংশের নির্মাণকাজ শেষ হলে এখনো সেতু না হওয়ায় সীমান্ত উন্নয়নের সুফল থেকে বঞ্চিত দুই উপজেলার সীমান্তের লাখো মানুষসহ পর্যটকরাও।


আরও পড়ুন: ময়মনসিংহে প্রকৃতি সাজিয়ে রেখেছে নিজেকে, অথচ নেই উন্নয়ন


তবে দুর্ভোগ লাঘবে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস সড়ক ও জনপথ বিভাগ এবং জেলা প্রশাসনের। ময়মনসিংহ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী খায়রুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন বলেন, সেতুটির প্রস্তাবিত দৈর্ঘ প্রায় ১০০ মিটার হবে। সেতু নির্মাণের জন্য ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে। এরপর ডিজাইন সম্পন্ন হলে সেতু নির্মাণের জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করা হবে।


ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, আমরা বিষয়টি নিয়ে বিভাগীয় কমিটির মিটিংয়ে উপস্থাপন করেছি। এ ব্যাপারে সড়ক বিভাগও কাজ করছে। আশা করছি দ্রুতই সমস্যার সমাধান হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন