রবি শাস্ত্রীকে কোচ বানানোর পরামর্শ ইংল্যান্ডের সাবেক ক্রিকেটারের

৩ সপ্তাহ আগে
ইংল্যান্ডের কাছে অ্যাশেজ সিরিজ রীতমতো বিশ্বকাপের মতোই নয় কি? চির আরাধ্য সিরিজে তারা জিততে পারছে না ২০১৫ সালের পর থেকে, অস্ট্রেলিয়ার মাটিতে ২০১১ সালের পর থেকে। ব্রেন্ডন ম্যাককলামের অধীনে খেলতে গিয়ে এখন পর্যন্ত বিধ্বস্তই তারা, হারিয়ে ফেলেছে অ্যাশেজের ছাই দানাও।

অস্ট্রেলিয়ায় ২ ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ড অ্যাশেজ হেরেছে ৩-০ ব্যবধানে। হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। এমন অবস্থায় কিউই কোচের বরখাস্তের দাবি তুললেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার জিওফ্রে বয়কট।


টেলিগ্রাফের কলামে বয়কট লেখেন, ‘স্টোকস ও ম্যাককালাম যেন নিরর্থক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তুমি যা করছ, তা যদি কাজ না করে, তাহলে বাদ দাও। পরবর্তী ধাপে যাওয়ার জন্য পরিবর্তন খুবই অপরিহার্য। কী করবে? কোচ পরিবর্তন করো। এই জুটির ভালো খেলার কথা শুনতে শুনতে আমরা ক্লান্ত হয়ে পড়েছি, কিন্তু সেরা দলগুলোর বিপক্ষে তারা ভালো কিছু করতে পারছে না। তাই (ক্রিকেট পরিচালক) রব কির এখন সাহসী পদক্ষেপ নেয়ার সময় এসেছে।’


আরও পড়ুন: মদ্যপানের অভিযোগে তদন্তের মুখে থাকা স্টোকসদের পাশে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার


ম্যাককলামকে বরখাস্তের দাবি ইংল্যান্ডের আরেক সাবেক ক্রিকেটার মন্টি পানেসারেরও। সরাসরি সেটা না বললেও ভারতের কোচ রবি শাস্ত্রীকে নিয়োগ দেয়ার কথা বলে সেটাই বুঝিয়েছেন। শাস্ত্রীর অধীনে অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে টেস্টে ভারত দুবার হারিয়েছে।


সাংবাদিক রবি বিস্টের সঙ্গে আলাপচারিতায় পানেসর বলেন, ‘আপনাকে আগে জানতে হবে, অস্ট্রেলিয়াকে হারানোর ব্যাপারে কে সবচেয়ে ভাল জানে! কীভাবে মানসিক, শারীরিক এবং কৌশলগতভাবে অস্ট্রেলিয়ার দুর্বলতা কাজে লাগাতে পারবেন? আমার মনে হয় ইংল্যান্ডের পরবর্তী কোচ হিসাবে রবি শাস্ত্রীর কথা ভাবা উচিত।’

]]>
সম্পূর্ণ পড়ুন