রণবীর কাপুর ইস্যুতে পরিচালক সঞ্জয়লীলার ওপর চটেছেন রণবীর সিং

৪ সপ্তাহ আগে
বলিউডের বিখ্যাত পরিচালক সঞ্জয়লীলা বানসালির সঙ্গে অভিনেতা রণবীর সিংয়ের সম্পর্ক মোটেও ভালো যাচ্ছে না। নতুন একটি সিনেমাকে কেন্দ্র করে পরিচালকের ওপর চটেছেন অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়,  ‘রামলীলা’, ‘বাজিরাও মস্তানি’, ‘পদ্মাবত’-এর মতো সিনেমায় সঞ্জয় রণবীর সিংকে প্রধান চরিত্রে নিলেও তার পরবর্তী সিনেমাতে আর তাকে নিতে আগ্রহী নন।

 

আর এ কারণে সঞ্জয়ের আপকামিং সিনেমা  ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আর নেই রণবীর সিং। তার বদলে পরিচালক নিয়েছেন বলিউডের আরেক রণবীরকে। তিনি রণবীর কাপুর।

 

অভিনেত্রী আলিয়া ভাটের বিপরীতে রণবীর কাপুরকে দেখা যাবে। এ তারকা দম্পতিকে জুটি করে একটি মিষ্টি প্রেমের গল্প নির্মাণ করছেন সঞ্জয়।

 

এ সিনেমায় দ্বিতীয় প্রধান চরিত্র হিসেবে রণবীর সিংকে অফার করেছিলেন সঞ্জয়। কিন্তু এতে বেশ মনোক্ষুন্ন হন তিনি এবং না বলেন। যে সিনেমায় রণবীর কাপুর প্রধান চরিত্রে সে সিনেমায় দ্বিতীয় প্রধান চরিত্রে অভিনয় করার অফার ভালোভাবে নেননি রণবীর সিং।

 

‘লাভ অ্যান্ড ওয়ার’ প্রজেক্টের অভিনয়শিল্পীরা (বামে) এবং রণবীর সিং (ডানে)। ছবি: সংগৃহীত

 

তাই ‘লাভ অ্যান্ড ওয়ার’ প্রজেক্ট বাদ দিয়ে ‘ধুরন্ধর’ সিনেমায় মনোযোগী হন তিনি। অন্তর্জালে এরইমধ্যে সিনেমাটির প্রধম ঝলক প্রকাশিত হয়েছে। যা দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে।

 

আরও পড়ুন: ‘ধুরন্ধর’ সিনেমায় দেখা যাবে থাইল্যান্ডের ‘পাকিস্তান’!

 

এদিকে ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ দ্বিতীয় প্রধান চরিত্রে রণবীর সিংয়ের পরিবর্তে ভিকি কৌশলকে চূড়ান্ত করেছেন পরিচালক। শোনা যাচ্ছে, এ কারণে পরের সিনেমা  ‘বাইজু বাওয়ারা’ সিনেমা থেকেও  রণবীর সিংকে ছেঁটে ফেলার চিন্তাভাবনা শুরু করেছেন সঞ্জয়।

 

আরও পড়ুন: ‘ধুরন্ধর’ সিনেমার প্রথম ঝলকে ভক্তদের চমকে দিলেন রণবীর সিং

 

তবে সত্যি সঞ্জয়লীলা বানসালির  ‘বাইজু বাওয়ারা’ সিনেমা থেকে রণবীর সিং বাদ পড়ছেন কিনা তিা নিয়ে এখনো কোনো অফিশিয়াল মন্তব্য করেননি পরিচালক। 

]]>
সম্পূর্ণ পড়ুন