‘রক্তপাত’ বন্ধে পুতিন-জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলবেন ট্রাম্প

১০ ঘন্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে তিনি সোমবার (১৯ মে) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলবেন। পরে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ন্যাটো নেতাদের সঙ্গেও কথা বলবেন।

শনিবার (১৭ মে) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আশা করি এটি একটি ফলপ্রসূ দিন হবে, যুদ্ধবিরতি ঘটবে এবং এই অত্যন্ত হিংসাত্মক যুদ্ধ, একটি যুদ্ধ যা কখনও হওয়া উচিত ছিল না, সেটি শেষ হবে।’

 

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, পুতিনের সঙ্গে ট্রাম্পের এই ফোনালাপটি অনুষ্ঠিত হবে সোমবার (স্থানীয় সময়) সকাল ১০টায়। এরপর মার্কিন প্রেসিডেন্ট  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ন্যাটোর কয়েকটি দেশের নেতাদের সঙ্গেও কথা বলবেন।

 

তিন বছরের মধ্যে তুরস্কে মস্কো-কিয়েভের মধ্যে প্রথম মুখোমুখি বৈঠকে যুদ্ধবিরতি চুক্তিতে ফলপ্রসূ আলোচনা না হওয়ার একদিন পর ট্রাম্পের এই মন্তব্য এল।

 

আরও পড়ুন: ইউক্রেনের বেসামরিক বাসে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ৯

 

শুক্রবারের আলোচনায় পুতিন অংশ না নেয়ায় ইউক্রেন কড়া সমালোচনা করে বলেছে, রুশ নেতা শান্তি প্রচেষ্টাকে ‘গুরুত্বের সঙ্গে নিচ্ছেন না।

 

ইস্তাম্বুলে ওই আলোচনার পর দুই দেশ এক হাজার করে যুদ্ধবন্দি বিনিময়ের চুক্তি করেছে। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ বলেছেন, তাদের ‘পরবর্তী লক্ষ্য হলো জেলেনস্কি এবং পুতিনের মধ্যে একটি বৈঠক আয়োজন করা।

 

তবে যুদ্ধবিরতি নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর আগে পুতিন এবং জেলেনস্কির মধ্যে বৈঠক সম্ভব নয় বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। আপাতত তুরস্কে দুই দেশের প্রতিনিধিরা যে, এক হাজার বন্দিবিনিময়ের বিষয়ে একমত হয়েছেন, তা সম্পন্ন করা প্রয়োজন বলে মনে করেন তিনি।

 

এদিকে মস্কো-কিয়েভ শান্তি আলোচনার একদিন পরই ইউক্রেনে রুশ ড্রোন হামলায় নিহত হয়েছেন অন্তত নয়জন বাসযাত্রী। রাশিয়া ইচ্ছাকৃতভাবে বেসামরিক যানবাহনে হামলা করেছে বলে দাবি জেলেনস্কির।

 

আরও পড়ুন: তুরস্কে বৈঠক / এক হাজার করে যুদ্ধবন্দি বিনিময়ে রাজি রাশিয়া-ইউক্রেন

 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার এ হামলাকে উদ্দেশ্যমূলক হিসেবে আখ্যা দিয়ে দেশটির বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দাবি করেছেন। তিনি বলেন, মস্কো জেনেবুঝেই বেসামরিক নাগরিকদের এ বাসে হামলা চালিয়েছে। এ হামলাকে পরিকল্পিত যুদ্ধাপরাধ বলে দাবি জেলেনস্কির।

 

অন্যদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, পুতিনের কূটনৈতিক ছলচাতুরির পর যুক্তরাষ্ট্র নিশ্চয়ই এর জবাব দেবে। আলবেনিয়ায় ইউরোপীয় নেতাদের এক বৈঠকে তিনি জানান, শান্তির জন্য কাজ চালিয়ে যাওয়ার পাশাপাশি ইউক্রেনে প্রতিরোধব্যবস্থাও শক্তিশালি করার প্রচেষ্টা চালিয়ে যাওয়া হবে।

 

এছাড়া ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি জানান, রাশিয়ার আন্তরিকতার অভাব রয়েছে। মস্কো বাস্তব শান্তির জন্য এখনো প্রস্তুত নয় বলে মনে করেন তিনি
 

]]>
সম্পূর্ণ পড়ুন