রক্ত দিয়ে ব্যানার লিখে রাবি শিক্ষার্থীদের মানববন্ধন

২ সপ্তাহ আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের পরিবারের সদস্যদের জন্য ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে নিজেদের শরীরের রক্ত দিয়ে ব্যানার বানিয়ে মানববন্ধন করেছে বিশ্বদ্যিালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে রাবির প্যারিস রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।


এ সময় শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন ২৪ এর অভ্যুত্থানে আহত, পঙ্গু ও শহীদদের রক্তের কথা ভুলে গেছেন। যার কারণে তারা নিজেদের স্বার্থে বৈষম্যমূলক পোষ্য কোটা বহাল রেখেছেন। সাধারণ শিক্ষার্থীরা পোষ্য কোটা বিরোধী। শিক্ষক-কর্মকর্তারা কোনোভাবেই সমাজে বঞ্চিত বা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে পড়ে না। যে কারণে রাবিতে পোষ্য কোটা বহাল রাখা চলবে না।


এদিকে মানববন্ধন শুরুর আগে স্বাস্থ্য কর্মীদের সহযোগিতা সিরিঞ্জে করে শিক্ষার্থীরা নিজেদের শরীরের রক্ত বের করেন এবং সাদা কাপড়ে ওই রক্ত দিয়ে লিখেন ‘পোষ্য কোটা নিপাত যাক’। পরে সেই রক্তে রঞ্জিত ব্যানার নিয়ে তারা মানববন্ধন করে।


আরও পড়ুন: ঢাবি ভর্তিতে পোষ্য ও খেলোয়াড় কোটা কেন বাতিল নয়, জানতে চেয়ে রুল


এর আগে ১৪ নভেম্বর পোষ্য কোটা বাতিলের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা আমরণ অনশনে নামে। তবে প্রশাসনের আশ্বাসের তারা সেই আন্দোলন থেকে সরে আসে।

]]>
সম্পূর্ণ পড়ুন