শেষ ওভারে রংপুরের জয়ের জন্য দরকার ছিল ১৩ রান। তবে সেই রান তারা নিতে পারেনি। শেষ ওভার থেকে রংপুরের সংগ্রহ মাত্র ৯ রান। আর তাতেই ৩ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।
মাঝারি লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল রংপুর। ওপেনার তানবীর শেষ পর্যন্ত অপরাজিত থাকলেও দলকে জয় এনে দিতে পারেননি। ৪৭ বলে ৬০ রান করে ক্রিজ ছিলেন এই ওপেনার।
আরও পড়ুন: নাকভি বললেন, ‘ভারত যদি সত্যিকার অর্থেই ট্রফি চায়...’
অধিনায়ক আকবর আলীর ব্যাট থেকে আসে ২০ বলে ১৯ রান। শেষ দিকে নাঈম ইসলাম খেলেন ৭ বলে ১১ রানের ইনিংস। এর আগে ২৩ বলে ২৮ রান করে জিয়ার বলে আউট হন অনিক। শেষ পর্যন্ত তাদের ইনিংস থামে ১৪৬ রানে।
এর আগে ব্যাট করতে নেমে দেখেশুনে খেলতে থাকেন খুলনার দুই ওপেনার এনামুল হক বিজয় ও ইমরানউজ্জামান। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৪৩ বলে ৪৩ রান। ২৫ বলে ১৭ রান করে ইমরান আউট হলে ভাঙে তাদের জুটি।
আরও পড়ুন: খুলনা থেকে বিসিবি পরিচালক হচ্ছেন আব্দুর রাজ্জাক ও জুলফিকার
আফিফ হোসেন ধ্রুব বিদায় নেন দ্রুতই। ফেরার আগে বাঁহাতি এই ব্যাটারের ব্যাট থেকে আসে ১০ বলে ৫ রান। তার কিছুক্ষণ পরই বিদায় নেন এনামুল হক বিজয়। সাজঘরে ফেরার তিনি করেন ৩৪ বলে ৩৫ রান।
অধিনায়ক মোহাম্মদ মিঠুন খেলেন ১৭ বলে ২৫ রানের ইনিংস। নাহিদুল ইসলাম অপরাজিত থাকেন ১৮ বলে ২০ রান নিয়ে। আরেক প্রান্তে থাকা জিয়াউর রহমান ১৬ বলে খেলেন ৩৬ রানের ক্যামিও। শেষ পর্যন্ত ১৪৯ রানের সংগ্রহ পায় খুলনা বিভাগ।
]]>