রোববার (৬ এপ্রিল) বিকেলে রংপুর জেলা ও মহানগর অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির উদ্যোগে একটি অ্যাম্বুলেন্স র্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে পথসভায় মিলিত হয়।
এ সময় রংপুর বিভাগীয় অ্যাম্বুলেন্স মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে অ্যাম্বুলেন্স নীতিমালা বাস্তবায়নের দাবি জানিয়ে আসলেও কোনো সুরাহা হয়নি। যে কারণে প্রায় সময় নানা রকম অপ্রীতিকর পরিস্থিতিতে পরতে হয় অ্যাম্বুলেন্স মালিক ও চালকদের। তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত অ্যাম্বুলেন্স নীতিমালা বাস্তবায়নের দাবি জানান তিনি।
রংপুর জেলা অ্যাম্বুলেন্স মালিক সমিতির সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম বলেন, অ্যাম্বুলেন্স চালাতে গিয়ে পদে পদে ট্র্যাফিক পুলিশের হয়রানির শিকার হতে হয় তাদের।
আরও পড়ুন: ৫ দাবিতে যশোরে অ্যাম্বুলেন্স চালকদের মানববন্ধন, ধর্মঘটের হুঁশিয়ারি
এ সময় আগামী ১২ এপ্রিলের মধ্যে অ্যাম্বুলেন্স নীতিমালা বাস্তবায়ন ও ট্র্যাফিক পুলিশের হয়রানি বন্ধসহ ৭ দফা দাবি মানা না হলে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স ধর্মঘটসহ কঠোর আন্দোলনের হুশিয়ারিও দেন তিনি।