রংপুরে স্পিরিট পানে ২ যুবকের মৃত্যু

৪ দিন আগে
‎রংপুরের বদরগঞ্জে ‘রেকটিফাইড স্পিরিট’ পান করে দুই যুবকের মৃত্যু হয়েছে।

‎সোমবার (১২ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার।


‎রোববার (১১ জানুয়ারি) রাতে তাদের মৃত্যু হলেও বিষয়টি সোমবার সকালে জানাজানি হয়।


‎মদপানে মৃত যুবকরা হলেন: বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তপুর এলাকার আমিরুল ইসলামের ছেলে আলমগীর (৪০), শিবপুর এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে সোহেল (৩০)।


আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় মদপানে অসুস্থ হয়ে দুজনের মৃত্যু


পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ জানুয়ারি গোপালপুর ইউনিয়নের কিসামত বসন্তপুর নয়াপাড়ায় মাদক কারবারি জয়নুল আবেদিনের থেকে ‘রেকটিফাইট স্পিরিট’ কিনে ওই দুই যুবক পান করেন। ওই স্পিরিট পান করে অসুস্থ হয়ে একজন বাড়িতেই মারা যান, অপরজনের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যু হয়।


আরও পড়ুন: পাবনায় মদপানে ২ জনের মৃত্যু


গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম বলেন, ‘ওই এলাকায় দীর্ঘদিন ধরে ‘রেকটিফাইড স্পিরিট’ বিক্রি হচ্ছে। বিষয়টি পুলিশসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। এলাকায় সব ধরনের মাদকের কারবার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ নেয়া উচিত।’


এ বিষয়ে ‎বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, ‘রেকটিফাইড স্পিরিট’ পান করে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জয়নুল আবেদিন নামে একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি মাদক সরবরাহকারী বলে জানিয়েছেন তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন