সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটে নীলফামারীর সৈয়দপুর থানার তেলিপাড়া বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-১৩ জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ মূলমন্ত্রে দণ্ডিত এই বাহিনী হত্যা, ধর্ষণ, অপহরণ, নারী-শিশু নির্যাতন ও মাদকবিরোধী কার্যক্রমে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদ আলীকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, তিন বছর আগে ভিকটিমের সঙ্গে মোহাম্মদ আলীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই তিনি স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন এবং একাধিকবার প্রাণনাশের হুমকিও দেন।
আরও পড়ুন: ‘আবু সাঈদ গুলিতে নিহত’, লিখতে নিষেধ করা হয়েছিল: এসআই তরিকুল
গত ২১ ফেব্রুয়ারি ২০২৫ দুপুরে বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের আমরুলবাড়ী কামারপাড়া গ্রামের একটি ভুট্টা ক্ষেতে ভিকটিমের আগুনে ঝলসানো মরদেহ উদ্ধার করা হয়।
পরদিন ২২ ফেব্রুয়ারি নিহতের মা ফরিদা খাতুন বাদী হয়ে বদরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১৮/২০২৫; ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড-১৮৬০)। ঘটনাটি গণমাধ্যমে ব্যাপক প্রচারিত হলে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।
গ্রেফতারের পর মোহাম্মদ আলীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
]]>