রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের সাহাবাজ আমতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন: পীরগাছা উপজেলার বাসিন্দা শাহাবুদ্দিন (৪৫) এবং মিঠাপুকুর উপজেলার শরিফুল ইসলাম (৩৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাহাবাজ বাজারের নজর আলী নামে একজন নতুন একটি সারের দোকান উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান চলাকালে দোকানের বৈদ্যুতিক সংযোগে হঠাৎ কয়েকজন একসঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত পাঁচজনকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং আরও তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এমন দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়েরও
কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।