রংপুরে ক্রিকেটারদের দাবিদাওয়া শুনলেন বিসিবি পরিচালক আসিফ

৩ দিন আগে
দক্ষিণবঙ্গের পর উত্তরবঙ্গে খেলার মাঠ পরিদর্শনে গেছেন সঙ্গীত শিল্পী, বিসিবি পরিচালক ও বয়সভিত্তিক দলের চেয়ারম্যান আসিফ আকবর। আজ সকালে দিনাজপুরে মাঠ পরিদর্শন শেষে যান রংপুরের ক্রিকেটের আতুর ঘর ক্রিকেট গার্ডেনে। এ সময় বয়সভিত্তিক ও ক্ষুদে ক্রিকেটারদের সাথে খোলামেলা আলোচনা করেন তিনি।

ক্রিকেটার ও ক্রিকেট সংশ্লিষ্ট ব‍্যক্তিদের কাজ থেকে বিভিন্ন অভিযোগ ও দাবির কথা শুনেন আসিফ। এসময় সব ধরনের সুযোগ সুবিধার দাবি জানান উদীয়মান ক্রিকেটাররা। সেই সঙ্গে নিয়মিত টুর্নামেন্ট আয়োজনে বিসিবিকে বিশেষ নজর দেয়ার দাবি ক্রীড়া সংগঠকদের। দাবি উঠে নারী ক্রিকেটারদের বয়সভিত্তিক টুর্নামেন্ট আয়োজনে প্রতিবন্ধকতা দুরীকরণের।


চাহিদা অনুযায়ী যত দ্রুত সম্ভব সবধরনের লজিস্টিক সাপোর্ট দেয়ার অঙ্গীকার করেন বিসিবি পরিচালক।


আরও পড়ুন: বিদায়ের আগে বিকল্প তৈরি করে যেতে চান মুশফিক


‎বাংলাদেশের সাবেক মহিলা ক্রিকেটার আরিফা জাহান বীথি বলেন, ছেলেদের বয়সভিত্তিক টুর্নামেন্ট আয়োজন হলেও নারী ক্রিকেটারদের বয়সভিত্তিক টুর্নামেন্ট আয়োজনে প্রতিবন্ধকতা দুর করতে হবে। আমাদের এখানে কোনো ইনডোর ফেসিলিটি নাই, ভাল মাঠ নাই। অনুশীলনের জন‍্য পর্যাপ্ত সুযোগ সুবিধা নাই। নারীদের জন‍্য আলাদা কোনো ফেসিলিটি নাই, নিরাপত্তা তো দুরের কথা। আমরা চাই সব বৈষম্য দুর করে রংপুরের নারী ও পুরুষকে এগিয়ে নিতে বিসিবি কাজ করুক।


‎সারাদেশে পর্যাপ্ত মাঠ সংঙ্কটের কথা জানিয়ে আসিফ বলেন, একই মাঠে সবধরনের খেলার আয়োজনের পরিকল্পনা চলছে। সেই সঙ্গে ফুটবলের জন‍্য নির্ধারিত রংপুর জেলা স্টেডিয়ামে ক্রিকেট আয়োজন করা যায় কি না, সে বিষয়ে বার্ষিক ক‍্যালেন্ডার করে সমস্যা সমাধানের কথা হচ্ছে।

]]>
সম্পূর্ণ পড়ুন